প্রফেঃ ডাঃ রুদ্র প্রসাদ আচার্য্য
M.B.B.S. (Cal), M.D. (AIIMS) বর্তমানে সংযুক্ত ডায়মণ্ড হারবার মেডিকেল কলেজ
Last Update : 2024-01-16
Others Information:
প্যারালাইসিস, ভুলে যাওয়া, ব্রেনে রক্ত জমে যাওয়া, খিটখিটে ভাব,
অতিরিক্ত টেনশন, বুক ধড়পড়, যৌন মিলনের অনিচ্ছা, মাথার যন্ত্রণা, খিচুনি, ঘুম না হওয়া, অযাথা ভয় পাওয়া, স্মৃতিশক্তি
হ্রাস পাওয়া ইতাদি ক্ষেত্রে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী সুচিকিৎস ও সুপরামর্শের জন্য যোগাযোগ করুন।
................
আপনি কি নিম্নলিখিত সমস্যা বা রোগে ভুগছেন? তাহলে দেরি না করে চিকিৎসার জন্য আসুন।
• নার্ভে, শিরায়, পেশিতে টান ধরা, ঝিনঝিন বা অবশ ভাব।
• মাথা যন্ত্রণা, ব্যাথা, গরম বা ভারি ভারি লাগা, মাথা ঘোরা।
• গা, হাত, পা, কোমরে, হাঁটুতে, ঘাড়ে ব্যাথবা যন্ত্রণা।
• বুক ধড়ফড়, দমবন্ধ হয়ে আসা, হাত পা কাঁপা, অস্থির ভাব।
• টেনশন, দুশ্চিন্তা, ভয়।
• একদিক দুর্বল হয়ে জাওয়া, • ব্রেন স্ট্রোক, কথা জড়িয়ে যাওয়া, হাঁটা চলা ধীরে হয়ে যাওয়া
• বীর্যের শিঘ্রপতন বা লিঙ্গ শিথিল রোগ।
• খিঁচুনি বা মৃগী রোগ, হিস্টেরিয়া, ফিট হয়ে জাওয়া।
• স্মৃতিশক্তি কমে যাওয়া বা লোপ পাওয়া।
• অনিদ্রা, ঘুমে ব্যাঘাত।
• খিদে কমে যাওয়া, সহজেই ক্লান্তি, দুর্বলতা।
• নেশা গ্রস্ত হয়ে পরা, অতিরিক্ত মাদক সেবন।
• কাজকর্মে অমনোযোগ, অনিচ্ছা।
* বিষণ্ণতা, মনখারাপ, হতাশা।
• আত্মবিশ্বাসের অভাব, হীনমন্যতা, নেতিবাচক চিন্তা।
• আত্মহত্যার চিন্তা বা চেষ্টা।
• বাচ্চাদের অতিরিক্ত দুরন্তপনা, পড়াশোনায় অমনোযোগী হওয়া।
• বাচ্চাদের বুদ্ধি কম, খিঁচুনি, মুখ দিয়ে লাল পরা, নিজেকে বা অন্যকে আঘাত করা।
• বাচ্চাদের চোখ পিটপিট, মুখভঙ্গি করা, ঘাড় বাঁকানো ইত্যাদি।
• অকারণে অন্যকে সন্দেহ করা, ভয় পাওয়া, আপন মনে বিড়বিড় করা।
• অসংলগ্ন কথা বলা, বেশি বকা, ভুল বকা, মারধর, ভাঙচুর করা।
• তুচ্ছ কারনে রাগ বা অতিরিক্ত রাগ করা।
• বারবার হাত ধোয়া, একই চিন্তা বা কাজ বার বার করা।
• দীর্ঘদিন পেট খারাপ, পেট কামড়ানো, ফোলা, ফাঁপা।
• যৌন ক্ষমতা বা ইচ্ছা কমে যাওয়া বা মাত্রাতি
Category:
নার্ভ, ব্রেন, মানসিক, নেশা ও যৌন রোগ বিশেষজ্ঞ
Visiting Time & Date:
প্রতি সোমবার সকাল ১০টায় (১ সপ্তাহ অন্তর)
Clinic:
মন্ডল ফার্ম্যান্সি
Location:
জয়নগর গঞ্জের মোড় * জয়নগর * দঃ ২৪ পরগণা
Website:
Dr. Website:
👉 View Contact Number