Dr. Narottam Halder
এইবিবিএল (ভাল), হিদি এইচ (খাল) এদরি গেইক্রিয়াটি) আইদিবি,এহই, আর (কাল) | কনসাল্টান্টে নির্মাতা সাইক্রিয়াট্রিক, পুরনিপার্ক মেন্টাল হাসপাতাল (কেলভারা) | Attached to Falakata Super Speciality Hospital
Last Update : 2024-02-16
Others Information:
📌যে সব বিষয়ে পরামর্শ পাবেন
📌মানসিক রোগের ক্ষেত্রেঃ
অনিদ্রা, অবসাদ, (ডিপ্রেশন), অতিরিক্ত টেনশন (অ্যাংজাইটি), মাথা ঘোরা, মাথা ব্যথা, হঠাৎ বড় বড় কথা বলা,
অতিরিক্ত রাগ ও উত্তেজনা, ভাঙচুর করা, বারবার হাত কাটা, মনের জোর ও আত্মবিশ্বাসের অভাব,
সন্দেহ বাতিকতা, বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বাতিক, শুচিবাই, সারাদিন ধরে একই চিন্তা মাথায় ঘোরে, ম্যানিয়া,
ফোবিয়া, আপন মনে কথা বলা বা হাসা, অকারণে ভয় পাওয়া, একই কথা বারবার বলা, আত্মহত্যার
প্রবণতা/ভাবনা/চেষ্টা, কর হওয়া, হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া, বুক ধরফড় করা, হঠাৎ দম বন্ধ হয়ে আসা,
উপযুক্ত কারণ ছাড়া স্বামী বা স্ত্রী কে সন্দেহ করা, অতিরিক্ত যৌন মিলনের ইচ্ছা, যৌন মিলনে অনীহা,
যৌন দুর্বলতা, শীঘ্রপতন ইত্যাদি।
📌ব্যথার ক্ষেত্রেঃ
যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন গাঁটে ব্যথা, হাতে পায়ে ব্যথা ও কামড়ানো,
হাটুর বানা, কোমর ও শিরদাঁড়ায় টনটন করা, মাইগ্রেন, মাথা ভার হয়ে থাকা ইত্যাদি।
📌শিরার বোগের ক্ষেত্রেঃ
ছাত্র, পা ও শরীরের অন্যান্য অংশ কিনকিন, চিনচিন, অবস, অসার, জ্বালা পোড়া, মুখ বা ঠোঁট বেঁকে যাওয়া,
হাত পা কাঁপা, মাংশপোশীতে টান বা সিঁচ ধরা, শিরা ফুলে যাওয়া ইত্যাদি।
📌বাচ্চাদের অসুখঃ
জড়বুদ্ধি, মুখ থেকে লাল পড়া, অটিসম্ (ঠিক সময়ে কথা বলতে না শেখা, চোখে চোখ না রাখতে পারা,
একই কাজ বারবার করা, কোনো বিশেষ খেলনার প্রতি তীব্র আকর্ষণ, সমবয়সি বাচ্চাদের সঙ্গে মিশতে না পারা),
বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন, অতিরিক্ত চঞ্চলতা, পড়াশোনায় অমনোযোগিতা, চুরি করা,
বড়দের সাথে তর্ক করা, বড়দের কথা অমান্য করা, নেশা করা, অকারণে ঝামেলা করা, ভাঙচুর করা, মিথ্যা কথা বলা,
মোবাইল ও ইন্টারনেট অ্যাডিকশন, বিছানায় পেচ্ছাপ করে ফেলা ইত্যাদি।
📌বয়স্কদের অসুখঃ
ভুলে যাওয়া (সস্মৃতিভ্রংশ), ব্যবহারে পরিবর্তন, দিন রাত সময়ের হিসাব না থাকা, চিনতে না পারা, এলোমেলো কথা বকা, বিছানায় পেচ্ছাপ পায়খানা করে ফেলা, ইত্যাদি।
📌নেশাঃ
সিগারেট, ওঠকা, মদ, গাঁজা, হেরোইন, কফ্ সিরাপ, ঘুমের ওষুধ, ডেনড্রাইট, জুয়া ইত্যাদি।
Category:
সাইক্রিয়াট্রিক
Visiting Time & Date:
রোগী দেখবেন প্রতি মাসের ১ম ও ৩য় শুক্রবার দুপুর ২টা থেকে।
Clinic:
M/S Life Line Medical
Location:
সুভাষপল্লী, ফালাকাটা, আলিপুরদুয়ার।
Website:
Dr. Website:
👉 View Contact Number